যুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা পাওয়া কতটা জটিল হবে? খোঁজ নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী
BREAKING : ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জের ! সমস্ত ছুটি বাতিল করলো দিল্লি এইমস (AIIMS)
BREAKING : প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নিয়েছেন ! এবার মোদির ভূয়সী প্রশংসা করলেন অধীর
BREAKING : উরি সীমান্তে ফের গোলাবর্ষণ করলো পাকিস্তান ! পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর
BREAKING : তড়িঘড়ি তিন সেনা প্রধানের সাথে বৈঠক করলেন মোদি ! কোন বড় সিদ্ধান্তের পথে ভারত ?
BREAKING : পাকিস্তানকে শিক্ষা দিতে আমাদের সেনাবাহিনীই যথেষ্ট ! এবার সেনাবাহিনীকে নিয়ে বড় মন্তব্য করলেন তেজস্বী যাদব
৩০০-৪০০টা ড্রোন ঢুকেছিল ভারতের আকাশে, স্পষ্ট করলেন কর্নেল কুরেশি
BREAKING : জরুরি অবস্থার জোরদার প্রস্তুতি গুজরাটে ! বাতিল হল সরকারি কর্মীদের ছুটি
BREAKING : বেসামরিক বিমানের আড়ালে হামলা চালিয়েছে পাকিস্তান ! বড় দাবি করলেন উইং কমান্ডার ভূমিকা সিং

তিক্ততা সরল পাকাপাকি, বন্ধু এখন শাহরুখ-সানি

প্রথম নীরবতা ভাঙেন কিং খান নিজেই। সোশ্যাল মিডিয়ায় লেখেন ‘গদর ২’ নিয়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
SRK-and-Sunny-Deol.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ১৯৯৩ সালে শেষবার একসাথে স্ক্রিন শেয়ার করেছিলেন তারা। ছবি ‘ডর’-এ একসাথে দেখা গিয়েছিল তাঁদেরকে। বক্সঅফিসে এই ছবি ব্লকবাস্টার হিট হয়। তবে তারপর থেকে একসাথে স্ক্রিন ভাগ করে নেননি শাহরুখ খান ও সানি দেওয়ল। বিটাউনের অন্দরে কান পাতলে শোনা যেত, তাঁদের মধ্যে ঠান্ডা লড়াই রয়েছে। তাই একে অপরকে এড়িয়ে চলেন দুজনেই। তবে এবার সেই লড়াই ঘুচলো। সৌজন্যে অবশ্যই ‘গদর ২’।

এর আগে প্রথম নীরবতা ভাঙেন কিং খান নিজেই। সোশ্যাল মিডিয়ায় ‘গদর ২’ নিয়ে লিখেছিলেন ‘খুব ভালো হয়েছে ছবিটি। আমি দেখেছি’। আর এবার বন্ধুত্বের হাতটা আরও একটু দৃঢ় করে ধরলেন সানি দেওয়ল। ‘গদর ২’ সাকসেস পার্টিতে আমন্ত্রিত ছিলেন এসআরকে। তাঁর সাথে ছিলেন স্ত্রী গৌরী খানও। ক্যামেরার সামনে দুজনেই ধরা দেন একসাথে। যা দেখে বেশ উচ্ছ্বসিত নেটিজেনেরা।

 

অবশ্য এক্ষেত্রে এসআরকে ফ্যানেরা বলছেন, ‘উনি তো জানেনই প্যার দোস্তি হে’, আর সেটা মেনেও চলেন।