নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, শ্রীনগরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু'জন। বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে পাঞ্জাবের আরও এক বাসিন্দার মৃত্যু হয়েছে। এসকেআইএমএস সৌরায় মৃত্যু হয় জঙ্গিদের গুলিবিদ্ধ ওই ব্যক্তির।
সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় শ্রীনগরের শালকাদাল এলাকায় হামলার সময় পাঞ্জাবের দুই বাসিন্দাকে গুলি করে জঙ্গিরা। অমৃতপাল নামে এক ভুক্তভোগী ঘটনাস্থলেই মারা যান, অন্য ভুক্তভোগী গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসার জন্য এসকেআইএমএস সৌরায় রেফার করা হয়। দু'জনেই পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা বলে জানিয়েছেন আধিকারিকরা।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, হামলার জবাবে শ্রীনগরের শহিদ গুঞ্জ এলাকা ঘিরে ফেলা হয়েছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বুধবার শ্রীনগরে সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন, যার ফলে দু'জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।