উৎসবের মরশুমে রক্তাক্ত শ্রীনগর, ফের জঙ্গি হামলা

এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kashmirr.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: শ্রীনগরে ফের গ্রেনেড হামলা। রবিবার বিকেলে শ্রীনগরের ট্যুরিস্ট রিসেপশন সেন্টার বা টিআরসি-র কাছেই এক জনাকীর্ণ এলাকায় হয় এই হামলা। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

rp8c1dmo_kashmir_625x300_13_June_24

প্রতি রবিবার বিকেলে টিআরসি থেকে লাল চক পর্যন্ত, রেসিডেন্সি রোডে একটি বড় বাজার বসে। সেই বাজারের মধ্যেই এই বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিআরপিএফ কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। গ্রেনেডটি নিশানা ভ্রষ্ট হয়ে বাজারের এক ফেরিওয়ালার গাড়িতে আঘাত করে। আহতদের অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত এক বছরের মধ্যে শ্রীনগরে এই প্রথম গ্রেনেড বিস্ফোরণ হল।

আহতদের চিকিৎসার জন্য শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার ব্যস্ত বাজারে গ্রেনেড হামলার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। লোকজন পাগলের মধ্যে ছোটাছুটি শুরু করেছিল। সকলেই লুকানোর জন্য জায়গা খুঁজছিল। এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে কেন্দ্র। সমগ্র ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।

terrorist attack kashmir.JPG