নিজস্ব সংবাদদাতা : কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় মুখ খুললেন যোগগুরু ও আধ্যাত্মিক নেতা শ্রীশ্রী রবিশঙ্কর। হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “এই শোক ও ক্রোধের মুহূর্তে গোটা বিশ্বকে একসঙ্গে হয়ে সন্ত্রাসবাদীদের তাদের আসল জায়গা দেখাতে হবে।”
/anm-bengali/media/media_files/2025/04/22/bFTZRpcGuFNlLXuzSy1p.jpg)
তিনি আরও বলেন, “প্রত্যেক সুস্থ বুদ্ধির মানুষ এই হামলার নিন্দা করবেন, কিন্তু এখন আর শুধু নিন্দা করলেই হবে না। এবার প্রয়োজন বাস্তব পদক্ষেপ নেওয়ার। যারা এই সন্ত্রাসবাদী মানসিকতায় বিশ্বাস করে, তাদের ঘিরে ফেলতে হবে এবং এই ভয়ঙ্কর ভাবনা ছড়ানোর উৎস কোথায় তা খুঁজে বের করে সেখানেই থামাতে হবে।”
/anm-bengali/media/media_files/2025/04/22/zjIF51xuXCfMr83fb9pM.webp)
শ্রীশ্রী রবিশঙ্কর জানান, “নিরপরাধ মানুষদের জীবন নিয়ে যে অমানবিক খেলা চলছে, তা বন্ধ করতেই হবে। এই দুঃখের সময়ে আমরা সকলে নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করি, যেন তাঁরা এই কঠিন সময়ের মধ্যে শক্তি পান।”