নিজস্ব সংবাদদাতা: এখন চারিদিকে শুধুই শোনা যাচ্ছে রাম নাম ধ্বনি। আর অল্প কিছুদিন, তারপরই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে। স্বাভাবিক ভাবেই সাজোসাজো রব চারিদিকে। এমন অবস্থায় বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা।
গতকাল মহারাষ্ট্রের শিরডিতে একটি অনুষ্ঠানে এনসিপি-শারদ পাওয়ার গোষ্ঠীর নেতা, ডাঃ জিতেন্দ্র আওহাদ বলেন, “ভগবান রাম নিরামিষাশী ছিলেন না, তিনি একজন আমিষভোজী ছিলেন। ১৪ বছর ধরে বনবাসে থাকা একজন ব্যক্তি নিরামিষ খাবার খুঁজতে কোথায় যাবেন? জনসাধারণের কাছেই আমার প্রশ্ন, এটা কি আদপেও সম্ভব? এটা কি ঠিক না ঠিক নয়?”
এনসিপি নেতার এহেন মন্তব্য, যে এই সময় বিতর্কের ঝড় তুলবে তা মনে করছেন অনেকেই।