বিরোধীদের ফোনে গোয়েন্দাগিরি! দেরিতে হলেও সামিল অখিলেশ

বিরোধীদের কথা কানে না নিলেও অন্তত আমজনতার কথা শোনার পরামর্শ মোদী সরকারকে। ফোন হ্যাক নিয়ে এবার সরব হলেন অখিলেশ যাদব।

author-image
Pallabi Sanyal
New Update
 Akhilesh Yadav

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বিরোধীদের ফোন হ্যাকের চেষ্টা! মোদী সরকারের নজরদারি! সকাল থেকে শোরগোল জাতীয় রাজনীতিতে। বিরোধী শিবির থেকে একের পর এক অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে কেন্দ্রকে। দেরিতে হলেও এবার আসরে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। তিনি বলেন, ''শোনা যাচ্ছে, যারা ক্ষমতায় আছে তারা এখন বিরোধীদের ফোনে গোয়েন্দাগিরি করছে। বিরোধীদের কথা না শুনলেও ক্ষমতায় যারা আছেন তারা অন্তত 'জনগণের কন্ঠস্বর' শুনুক। তাহলে ভালো হবে। তাহলে কিছুটা হলেও উন্নতির সুযোগ পাবেন এবং তারপরে মূল্যস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব, ভগ্ন আইন ও স্বাস্থ্য ব্যবস্থা, নারী নির্যাতন, Youth Fury of; দরিদ্র, দলিত, বঞ্চিত, কৃষক, শ্রমিকদের শোষণ; জাতি শুমারি এবং সামাজিক ন্যায়বিচারের মতো জ্বলন্ত বিষয় নিয়ে কিছু ইতিবাচক কাজ করা যেতে পারে।কেন জানি না, তবে এমনও শোনা যাচ্ছে যে তার নিজের দলের সদস্যরা এই গুপ্তচরবৃত্তিকে বেশি ভয় পায়।যারা ক্ষমতায় আছে তারা তাদের কাজ করুক, শুনবে না!'

 

 

hiring 2.jpeg