নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের বুকে কাটরা-বানিহাল রেল সেকশনে স্পিড ট্রায়াল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। উপত্যকায় এ এক বড় সাফল্য। CRS (কমিশনার রেলওয়ে সেফটি) উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক (USBRL) এর কাটরা-বানিহাল রেল সেকশনে সফলভাবে স্পিড ট্রায়াল পরিচালনা করেছে।
সাঙ্গলদান রেলওয়ে স্টেশনে কাটরা এবং রামবান জেলার গুল তহসিলের মধ্যে ট্রেন সংযোগ স্থাপনের ফলে এখানকার মানুষ কম সময়ে অনেক সুবিধাজনকভাবে উধমপুর এবং জম্মুতে পৌঁছাতে পারবে। এই রেল যোগ যেন জীবনযাত্রা সহজ করে দিল সাঙ্গলদানের মানুষজনদের।
এদিন এই প্রসঙ্গে সাঙ্গলদানের একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এটা আনন্দের বিষয়। এখানে স্পিড ট্রায়াল পরিচালনা করা হয়েছে। এখান থেকে ট্রেনগুলি সরাসরি দিল্লি যাবে। পর্যটকরা এখন সহজেই এখানে ভ্রমণ করতে পারবেন এবং আমরাও সুবিধাজনকভাবে অন্যান্য জায়গায় যেতে পারব। এটি উন্নয়নের সুযোগ উন্মুক্ত করবে”।