এবার রাজ্যের যুবকদের জন্য নয়া স্কিম! প্রতিমাসে ২৫০০ টাকা? জেনে রাখুন কীভাবে পাবেন

মহিলাদের পাশাপাশি পশ্চিমবঙ্গের যুবকদের জন্য প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে ভাতা পাওয়ার সুবিধা রয়েছে।

author-image
Probha Rani Das
New Update
da money.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে সাধারণ মানুষের সুবিধার্থে বহু স্কিম এবং প্রকল্পের আরম্ভ করেছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড সবটাই রাজ্যের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মানুষের সুযোগ সুবিধার জন্য চালু করা হয়েছে।

দেশের মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের মত রাজ্য সরকারের তরফেও চালু করা হয়েছে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমূলক বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের প্রকল্প গুলোর মধ্যে ভারতের সবথেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে যার মধ্যে অন্যতম লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে পেয়ে থাকেন।

mamatacmfk1.jpg

প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও রাজ্য সরকারের তরফে পুরুষদের জন্য চালু করা হয়েছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের প্রতি মাসে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যাতে তারা নিজের উদ্যোগে ব্যবসা শুরু করতে পারে। রাজ্যের বেকার যুবকদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প হল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসাবে মাসে মাসে ১৫০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারে।

d

যদি এই প্রকল্পের মাধ্যমে সুবিধা গ্রহণ করতে হয় তবে একজন ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও ব্যক্তিকে কর্মহীন এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। তবে পরিবারের একজন এই প্রকল্পের সুবিধা পেতে পারে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি থাকা প্রয়োজন।

এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে যেতে হবে। যেই ওয়েবসাইটটি হল – https://employmentbankwb.gov.in

এরপর এই ওয়েবসাইটে গিয়ে জব সিকার অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে সিলেক্ট করতে হবে নিউ এনরোলমেন্ট অপশন। এরপর আবেদনকারীর বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে।