কেন্দ্রীয় মন্ত্রীকে বিশেষ দায়িত্ব রায়পুরের মহিলাদের!

লোকসভা ও রাজ্যসভায় পাশের পর নারী সংরক্ষণ বিল আইনে পরিণত হয়েছে। এখন অপেক্ষা বাস্তবায়নের। এরই মাঝে বাড়তি দায়িত্ব চাপলো কেন্দ্রীয় মন্ত্রীর কাঁধে।

author-image
Pallabi Sanyal
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা : নারী সংরক্ষণ বিল নিয়ে বিরোধী মহলে এখনও বিতর্ক জারি থাকলেও বিশেষ দায়িত্ব পেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। তিনি রায়পুর সফরে রয়েছেন। সেখানকার মহিলারা তাদের হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের অনুরোধ জানান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে। এ বিষয়ে মনসুখ মান্ডাভিয়া বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতার ৭৫ বছর পর বিধানসভা ও লোকসভায় মহিলাদের প্রতিনিধিত্বের ৩৩ শতাংশ সংরক্ষণ দিয়েছেন৷ মহিলাদের মধ্যে এই আনন্দ এবং উত্তেজনা রয়েছে। আমি আজ রায়পুরে এসেছি। রায়পুর বিমানবন্দরে মহিলারা আমাকে স্বাগত জানিয়েছেন। তারা আমাকে বলেছেন যে তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে।"