নিজস্ব সংবাদদাতা: অযোধ্যার সর্যু ঘাটে চলছে লেজার ও লাইট শো। প্রদীপ এবং রঙিন আলোয় আলোকিত ঘাটের সাথে সাউন্ড-লাইট শোয়ের মাধ্যমে রাম লীলা বর্ণনা করা হচ্ছে। রাম মন্দির তৈরির পর প্রথম দীপাবলি ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে।
৪৯৬ বছর পর এই প্রথম রাম মন্দিরে জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে দীপাবলি। রাম মন্দিরে দীপাবলির মহোৎসব চলবে দুদিন ধরে, যার প্রথম দিনে এক লক্ষ প্রদীপ জ্বালানো হবে এবং দ্বিতীয় দিনে আরও এক লক্ষ প্রদীপ জ্বালানো হবে।১৫২৮ সালে রাম মন্দিরের মুক্তির সংগ্রাম শুরু হয়। এই সংগ্রামে লক্ষাধিক মানুষ আত্মাহুতি দিয়েছিলেন, কিন্তু ২০২৪ সালের ২২ জানুয়ারি ভগবান রাম তাঁর মন্দিরে বসেছিলেন। ভগবান রামের সিংহাসনে বসার পর প্রথমবারের মতো জাঁকজমকের সঙ্গে দীপাবলি উদযাপন করছে রাম মন্দির ট্রাস্ট।