প্রতিপক্ষ বিজেপি.... আসন ভাগাভাগির পর একী বললেন সাংসদ

সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেছেন, "উত্তরপ্রদেশের মানুষ আমাদের সমর্থন করবে। কারণ যুব, মহিলা, কৃষক... তারা সবাই ক্ষুব্ধ ও হতাশ।"

author-image
Tamalika Chakraborty
New Update
sp mp dimple yadav.jpg

নিজস্ব সংবাদদাতা :  সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেছেন, "শুরু থেকেই সমাজবাদী পার্টি জোট চেয়েছিল, সেই জোটে কিছুটা দেরি হয়। কারণ বিজেপি আমাদের প্রতিপক্ষ। আমি সমাজবাদী পার্টি এবং কংগ্রেসকে অভিনন্দন জানাতে চাই কারণ  তারা জোটে  অংশগ্রহণ করেছে। এর ফলাফল খুব ভালো হবে। মানুষ আমাদের সমর্থন করবে কারণ যুব, মহিলা, কৃষক... তারা সবাই ক্ষুব্ধ ও হতাশ। আগামী নির্বাচনে মানুষ আমাদের ভোট দেবে।"

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg