পুরো হিন্দু সম্প্রদায় নয় রাহুল গাঁধী বিজপি নেতাদের আক্রমণ করেছে! পাশে দাঁড়ালেন সপা সাংসদ

রাহুল গাঁধীকে নিয়ে বড় মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ।

author-image
Aniruddha Chakraborty
New Update
;লনব

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর ভাষণের কিছু অংশ বাদ দেওয়া প্রসঙ্গে সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ বলেন, "আমি যতদূর শুনেছি, তিনি গোটা হিন্দু সম্প্রদায়ের জন্য এমনটা বোঝাতে চাননি। হতে পারে, বিজেপির মানুষের জন্যই তিনি এটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু তা পুরো হিন্দু সম্প্রদায়ের জন্য ছিল না। হিন্দু সম্প্রদায়ের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, গৌরবময় ঐতিহ্য। হিন্দুদের প্রতি তাঁর কোনও বিদ্বেষ ছিল না। ঐতিহ্য ও সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন শব্দ বাদ দেওয়া স্পিকারের অধিকার।" 

Adddd