নিজস্ব সংবাদদাতা: অবশেষে ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার কাল ১৪ জুলাই দুপুর ১ টা ২৮ মিনিটে খোলা হল। তখন সেখানে সরকারি প্রতিনিধি থেকে শুরু করে ASI- এর আধিকারিক এবং শ্রী গজপতি মহারাজের প্রতিনিধিসহ ১১ জন ভাণ্ডারে ছিলেন।
রত্ন ভাণ্ডার খোলার আগে শোনা যাচ্ছিল যে ভেতরে সাপ থাকতে পারে। যদিও, আধিকারিকরা জানান যে মন্দিরের রত্ন ভাণ্ডারে কোনও সাপ ছিল না। তবে সেখানে একটি অবাক করার মত বিষয় ঘটেছে। মন্দিরের রত্ন ভাণ্ডারের দ্বিতীয় কক্ষের দরজা খোলার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যান পুলিশ সুপার পিনাক মিশ্র। তবে ঠিক কোন কারণে তিনি অজ্ঞান হলেন তা জানা যায়নি। মন্দির চত্বরে থাকা চিকিৎসকের দল ছুটে আসেন।