নিজস্ব সংবাদদাতা: কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়। সারা দক্ষিণ এশিয়া জুড়েই বাড়ছে গরমের দাপট। দিন দিন বাড়ছে সেটা। পরিবেশ দূষণ ও গ্ৰিন হাউস গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই মাত্রা ছাড়া গরম। এই কাঠফাটা রোদের আবহেই গত এপ্রিলের একটি পরিসংখ্যান চমকে দিল বিশ্বের বড় বড় বিজ্ঞানীদেরও।
দেখা যায়, গত এপ্রিলে সারা দক্ষিণ এশিয়ার গড় উষ্ণতা ৪০ ডিগ্রির বেশি ছিল। এর মধ্যে বাংলাদেশের উষ্ণতা গত ৫০ বছরের মধ্যে সেই দেশের ক্ষেত্রে রেকর্ড করে। থাইল্যান্ড ও লাওসের মতো দ্বীপেও গরমের তাপমাত্রা সেই দেশের ইতিহাসে রেকর্ড ছুঁয়ে গেছে। থাইল্যান্ডের ৪৫ ডিগ্রি সেলসিয়াস ও ৪২ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা। এবার বলা হয়েছে, ভারতের বেশ কয়েকটি শহরের উষ্ণতা সাধারণ গড় উষ্ণতার তুলনায় ৮ থেকে ৯ ডিগ্রি বাড়তে পারে। রিপোর্টে দেখা গিয়েছে, ৫৪ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে ভয়ঙ্কর বিপজ্জনক উষ্ণতা বলে উল্লেখ করা হচ্ছে। আগামী দিনে এটি ভারতীয় উপমহাদেশকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলবে।