প্রবাসী ভারতীয় দিবসে হাজির দক্ষিণ আফ্রিকার কাউন্সিলর! উঠে এল অজানা কথা

প্রবাসী ভারতীয় দিবসে হাজির দক্ষিণ আফ্রিকার কাউন্সিলর।

author-image
Tamalika Chakraborty
New Update
south african high commissioner

নিজস্ব সংবাদদাতা: প্রবাসী ভারতীয় দিবস সম্পর্কে ভারতে দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার অনিল সুকলল বলেছেন, "এখানে ঐতিহাসিক শহর ভুবনেশ্বরে প্রবাসী ভারতীয় দিবসের অংশ হতে পারা একটি বড় সৌভাগ্যের বিষয়৷ আমার ২০১৯ সালে PBD-এর স্মৃতি রয়েছে৷ বারাণসীতে হয়েছিল সেই বছর। ভারতীয়দের দ্বারা স্বীকৃত হওয়াটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের এবং সম্মানের সরকার। আজ ভারতীয় প্রবাসীরা ভারতের স্থাপত্যের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বব্যাপী ভারতীয় প্রবাসী ভারত যত বেশি সুপার পাওয়ার হয়ে উঠছে, প্রবাসীদের ভূমিকা ভারতের উত্থানকে সমর্থন করার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।"