নিজস্ব সংবাদদাতা : জনপ্রিয় অভিনেতা সোনু সুদের স্ত্রী সোনালি সুদ ও তার ননদ সুনীতা এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায়, মারাত্মক ভাবে আহত হয়েছেন। গতকাল রাত প্রায় ১১টার সময় নাগপুরের ওয়ার্ধা রোড ফ্লাইওভারে তাদের গাড়ি একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে।
/anm-bengali/media/media_files/3OlcQzqHmzH7s7hPWuVl.jpg)
দুর্ঘটনায় তারা দুজনই আহত হন এবং বর্তমানে নাগপুরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, তাদের আঘাত প্রাণঘাতী না হলেও চিকিৎসকরা এখনও তাদের পর্যবেক্ষণে রেখেছেন।