ভোরে মানুষকে এভাবে দৌড়াতে দেখে.... বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেতা সোনু সুদ

গান্ধীনগরে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সোনু সুদ।

author-image
Tamalika Chakraborty
New Update
123

নিজস্ব সংবাদদাতা: গান্ধীনগরে সোনু সুদ বলেছেন, "ভোরবেলা মানুষকে এভাবে দেখতে খুব ভালোলাগে। সুস্থ মানুষকে দেখতে ভালোলাগে। আপনি তাদের মধ্যে উৎসাহ দেখতে পারেন।  এত লোককে দৌড়াতে দেখে গর্ববোধ হয়। আপনারও তাঁদের সঙ্গে দৌড়াতে ইচ্ছা হবে।" তাঁর আসন্ন ফিল্ম 'ফতেহ' সম্পর্কে, তিনি বলেছেন, "ফতেহ সাইবার অপরাধের উপর ভিত্তি করে যেখানে লোকেরা প্রতিদিন সাইবার জালিয়াতির মুখোমুখি হয়।  এটি একটি অ্যাকশন ফিল্ম। এটি মানুষকে সচেতন করবে৷ কীভাবে সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকা যায় তা বুঝতে সাহায্য করবে। ফতেহ দেশের মানুষের জন্য তৈরি একটি চলচ্চিত্র, আমরা বৃদ্ধাশ্রম এবং এতিমখানার জন্য ছবিটির সংগ্রহ পাঠানোর চেষ্টা করব।"

adsds