জাতীয় শিক্ষানীতি আসলে শিক্ষা ব্যবস্থার ভারতীয়করণ ! বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ

কেন হঠাৎ এমন মন্তব্য করে বসলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ?

author-image
Debjit Biswas
New Update
Devendra_Fadnavis_on_BJP_seats_maharashtra_1716821177507_1716821177821.webp

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি জাতীয় শিক্ষানীতি নিয়ে সোনিয়া গান্ধীর করা কিছু মন্তব্যের প্রেক্ষিতে, নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এবার এক বড় দাবি করে বসলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেন, ''ম্যাকলে আমাদের দেশকে দাসত্বে আবদ্ধ করার জন্য যেই শিক্ষা ব্যবস্থা এনেছিল, তা পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থার ভারতীয়করণ করা প্রয়োজন। আমি মনে করি, জাতীয় শিক্ষানীতি আসলে ভারতের শিক্ষা ব্যবস্থার ভারতীয়করণ। এই বিষয়ে কোনও আপত্তি থাকা উচিৎ নয়।''

devendra faranbishh sd.jpg

এছাড়াও তিনি বলেন, ''সোনিয়া গান্ধীর আরও ভালোভাবে এই বিষয়ে জানা উচিৎ এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থার ভারতীয়করণকে সমর্থন করা উচিৎ।"