নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্রযান-৩ মিশন চাঁদে নরম অবতরণে সফল হওয়ায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রশংসা করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী। চতুর্থ দেশ হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছে ভারত। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সারিতে যোগ দিয়েছে। চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের পর ইসরো প্রধান এস সোমনাথকে চিঠি লিখেছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী বলেন, 'বুধবার সন্ধ্যায় ইসরোর অসাধারণ সাফল্যে আমি কতটা রোমাঞ্চিত হয়েছিলাম তা আপনাদের জানাতে চাই। এটি সমস্ত ভারতীয়, বিশেষত তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গর্ব এবং উত্তেজনার বিষয়।"
পুনর্গঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্য সোনিয়া আরও বলেন, "ইসরোর অসামান্য ক্ষমতা কয়েক দশক ধরে তৈরি হয়েছে। এর অসাধারণ নেতা রয়েছে এবং সম্মিলিত প্রচেষ্টার চেতনা সর্বদা এটিকে চালিত করেছে। এটি ষাটের দশকের গোড়ার দিক থেকে আত্মনির্ভরশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা এর দুর্দান্ত সাফল্যে অবদান রেখেছে।"
তিনি বলেন, "আমি সমগ্র ইসরো ভ্রাতৃত্বকে শুভেচ্ছা জানাই এবং এই গুরুত্বপূর্ণ উপলক্ষে ইসরোর প্রতিটি সদস্যকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই।"