সোনিয়া গান্ধীর বিতর্কিত মন্তব্য, বিরোধীদের আক্রমণে জেরবার নেত্রী, পাশে দাঁড়ালেন কন্যা

কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতির ভাষণকে "বিরক্তিকর" বলে মন্তব্য করেছিলেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sonia-gandhi--rahul-gandhi-and-priyanka-gandhi-vadra-062227954-16x9_0.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তার মা তথা রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীর সমর্থনে এবার মুখ খুললেন। কেননা আজই বাজেট অধিবেশন শুরু হয়েছে সংসদে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হয় এদিনের বাজেট অধিবেশন। আর সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা এক মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েন কংগ্রেসের বরিষ্ঠ নেত্রী।

প্রিয়াঙ্কা গান্ধী এদিন মায়ের সমর্থনে বলেন, “আমার মা একজন ৭৮ বছর বয়সী মহিলা। তিনি শুধুমাত্র বলেছিলেন যে রাষ্ট্রপতি অনেক লম্বা ভাষণ পড়েছেন এবং তিনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। এতে কোনো অসম্মানের অভিপ্রায় নেই। তিনি ভারতের রাষ্ট্রপতিকে সম্পূর্ণ সম্মান করেন। কিন্তু মিডিয়া বিষয়টিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে”। একই সাথে তিনি এও বলেন, “রাষ্ট্রপতি ও আমার মা, উভয়ই সম্মানিত ব্যক্তি এবং আমাদের চেয়ে অভিজ্ঞ”।

priyanka sad1.jpg

কী বলেছিলেন সোনিয়া গান্ধী?

বাজেট অধিবেশনের প্রথম দিনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে দীর্ঘ ভাষণ দেন। বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। সেই সময়ে, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে বলেন, “প্রেসিডেন্ট শেষ পর্যন্ত খুব ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি খুব কমই কথা বলতে পারছেন, সত্যিই দুখের বিষয়”। 

এছাড়াও, কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতির ভাষণকে "বিরক্তিকর" বলে মন্তব্য করেছিলেন। আর তা নিয়েই অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। তাই তাঁকে সমর্থন জানাতে এবং বাকিদের ভুল প্রমাণিত করতে এবার ময়দানে নেমে পড়লেন সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। 

sonia gandhi w1.jpg