নিজস্ব সংবাদদাতা: পৃথিবীর দিকে এবার ধেয়ে আসছে এক বিরাট সৌরঝড়। এই নিয়ে রীতিমতো এবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা 'ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন'। জানা গেছে যে প্রায় সাড়ে ৯ কোটি মাইল দূরে সূর্য থেকে ছুটে এসে পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে সৌররশ্মিরা। পূর্বাভাস বলছে যে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার সকাল বা বৃহস্পতিবার রাতে পৃথিবীতে আছড়ে পড়তে পারে এই বিরাট সৌরঝড়। এতে কেঁপে উঠতে পারে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। দুই মেরুতে উজ্জ্বল হবে মেরুজ্যোতি। এতে ভয়ের কিছু নেই। এই সৌর ঝড়ে মানুষের স্বাস্থ্যগত কোনও ঝুঁকি নেই বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এর কারণে রেডিও এবং জিপিএস সিগন্যাল বিঘ্নিত হওয়ার এক জোর সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ইন্টারনেটেও সমস্যা হতে পারে।