নিজস্ব সংবাদদাতাঃ দেশে দিন দিন বেড়েই চলেছে সাইবার হানা। প্রতারণার সংখ্যা বেড়েই চলেছে দেশ জুড়ে। এই নিয়ে চিন্তিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। NCCRP'-এর তথ্য অনুযায়ী, মে মাসে সাত হাজার সাইবার প্রতারণার অভিযোগ জমা হয়েছে। যা বিগত ৩ বছরের চেয়ে ৬০.৯% বৃদ্ধি পেয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন যে, প্রতারকরা সোশ্যাল মিডিয়ায় টোপ দিচ্ছে যে, ১০ হাজার টাকা বিনিয়োগ করলে ১৫ দিনে ২০ হাজার টাকা পাওয়া যাবে। আবার কখনও কখনও ২০ হাজার বা ৫০ হাজার টাকা দিয়েও শুরু হচ্ছে বিনিয়োগের মাত্রা। ইতিমধ্যেই অনেক অবসরপ্রাপ্ত লোকেরা এই প্রতারণার শিকার হয়েছেন।