নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরে তুষারপাতের পূর্বাভাস ছিল। আর তা মিলেও গিয়েছে। জোরালো তুষারপাতের জন্যে বন্ধ হয়ে গিয়েছে বর্ডার রাস্তা। আজ সকাল সকাল সেই রাস্তা খুলে দেওয়া হল। ডোডার ভাদেরওয়াহ এলাকায়, বর্ডার রোডস অর্গানাইজেশনের তুষার ক্লিয়ারেন্স অপারেশনের পরে এনএইচ ভাদেরওয়াহ-পাঠানকোট পর্যটকদের যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে৷
ভাদেরওয়াহ ডেভেলপমেন্ট অথরিটির সিইও বাল কৃষান এদিন এই প্রসঙ্গে বলেন, “এই মরসুমের প্রথম ভারী তুষারপাত হয়েছিল ৩১ ডিসেম্বর ২০২৪ সালে। ভাদেরওয়াহের নিকটতম সংযুক্তি পয়েন্ট গুলদান্দার রাস্তাগুলি কয়েক দিনের জন্য যার জন্যে বন্ধ ছিল। পর্যটক যানবাহনের অনুমতি ছিল না। কারণ রাস্তাগুলো পিচ্ছিল ছিল। কিন্তু, আজ থেকে রাস্তাগুলো পর্যটকদের যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে”।