তুষারের চাদরে ঢেকেছে শিমলা, আপ্লুত পর্যটকরা

মরশুমের প্রথম তুষারপাত হল শিমলায়।

author-image
Adrita
New Update
g

নিজস্ব সংবাদদাতাঃ মরশুমে প্রথমবার তুষারপাত হল হিমাচল প্রদেশের শিমলায়। সূত্র মারফত জানা গিয়েছে যে, শিমলার তুষারাবৃত পাহাড় দেধে পর্যটকরা আপ্লুত। জানা গিয়েছে যে, গত ৩ দশকে এত তাড়াতাড়ি শিমলায় বরফ জমেনি। তবে যাইহোক, এতেই খুশী হিমাচলে ঘুরতে আসা পর্যটকরা। 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, হিমাচলের তাবোয় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। কুকুমসেরিতে তাপমাত্রা ঠেকেছে মাইনাস ৬.৯ ডিগ্রিতে। কলপার সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের ৩.৩ ডিগ্রি নীচে আছে। নারকোন্ডার পারদ ঠেকেছে মাইনাস ০.৮ ডিগ্রিতে। মানালি ০.২ ডিগ্রিতে কাঁপছে। কুফরিতে পারদ ০.৪ ডিগ্রিতে ঠেকেছে। সোলানে তাপমাত্রা ঠেকেছে ০.৫ ডিগ্রিতে। 

এছাড়াও, আরও জানা গিয়েছে যে, হিমাচলের পাশাপাশি বঙ্গেও শীতের কাঁপুনি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, বঙ্গের উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা আগামীদিনে অনেকটাই নিচে নেমে যাবে।