ভোটের প্রচার, স্মৃতি ইরানির মুখে উঠে এল গান্ধী পরিবারের কথা!

কংগ্রেসকে একহাত নিয়ে কার্যত কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান পেশ করেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
as

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়ালে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের ১০ বছরের কর্মকাণ্ড তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেসকে একহাত নিয়ে কার্যত কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান পেশ করেন তিনি।

SMRITI IRANII .jpg

এদিন তিনি বলেন, “দিল্লিতে যদি গান্ধী পরিবারের সরকার থাকত - তাহলে কি বিনামূল্যের ভ্যাকসিন সবার কাছে পৌঁছে যেত? বিনামূল্যের রেশন কি সবার কাছে পৌঁছে যেত? ১০ কোটি মহিলার কাছে কি ফ্রি সিলিন্ডার পৌঁছে যেত? ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন কি কার্যকর হত? ৩৭০ ধারা কি বাতিল হয়ে যেত? অযোধ্যায় কি রাম মন্দির তৈরি হত? আর এই সবই হয়েছে মোদিজী থাকার জন্যে”।

irani fgh smriti .jpg

Add 1