নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বললেন, 'এটা দুর্ভাগ্যের যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের মাইনে বাড়িয়ে দিতে পারেন কিন্তু চা বাগানের শ্রমিকদের কষ্টে অর্জিত পারিশ্রমিক দিতে পারেন না। কর্তৃপক্ষ বেশ কিছু সংখ্যক চা শ্রমিককে প্রভিডেন্ট ফান্ডের টাকা দিতে না পারায় প্রায় ৮০টি এফআইআর দায়ের করা হয়েছে। আজ সমস্ত চা শ্রমিকদের সমষ্টিগত লড়াই তৃণমূলের কাছে একটা চ্যালেঞ্জ'।