'দিল্লিতে আলিঙ্গন, কেরালাতে ভিক্ষা, কর্ণাটকে ঠগবাজি'! কংগ্রেসের কী অবস্থা?

কংগ্রেসকে চরম কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

author-image
Anusmita Bhattacharya
New Update
Congressflag.jpg

নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুতে ব্যবসায়ীদের সাথে কথোপকথনের সময়, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আক্রমণ করেন কংগ্রেসকে। 

830,000 women have received help from one-stop centres: Smriti Irani |  India News - Business Standard

তিনি বলেন, 'বিরোধীদের অবস্থা এই যে, তারা ওয়েনাডে লড়ছে। বাম দলগুলো বলছে রাহুল গান্ধী কেন উত্তরপ্রদেশে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। কিন্তু একই বামেরা যখন INDI জোটের বৈঠকে দিল্লি যায়, তারা রাহুল গান্ধীকে জড়িয়ে ধরে। গতকাল কেরালায় বলেছিলাম, দিল্লিতে আলিঙ্গন, কেরালাতে ভিক্ষা। কর্ণাটকে কংগ্রেস যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে দিল্লিতে আলিঙ্গন, কেরালাতে ভিক্ষা, কর্ণাটকে ঠগবাজি'।

congress bharatss.jpg

 

 tamacha4.jpeg