নিজস্ব সংবাদদাতাঃ আমেঠি থেকে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ প্রাক্তন পাক মন্ত্রীর পোস্ট প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, "এতদিন আমি শুধু কংগ্রেস নেতার বিরুদ্ধেই লড়তাম, কিন্তু এখন এক পাকিস্তানি নেতা বলেছেন যে স্মৃতি ইরানিকে হারানো উচিত। তুমসে পাকিস্তান না সামালতা, তুম আমেঠি কি চিন্তা করতে হো'। যদি আমার কণ্ঠস্বর পাকিস্তানের নেতার কাছে পৌঁছায়, আমি বলতে চাই, এটা সেই আমেঠি যেখানে প্রধানমন্ত্রী মোদী একে ২০৩ রাইফেলের কারখানা তৈরি করেছেন, যে রাইফেলটি দিয়ে সীমান্তে পাকিস্তানি সন্ত্রাসীদের হত্যা করা হয়। 'চুনাভ চল রাহা হ্যায় দেশ মে, সমর্থন মিল রাহ আপকো (রাহুল গান্ধী) ভিদেশ মি'।"