সাড়া পেল না মা-বোনেদের থেকে! বন্ধ করে দেওয়া হচ্ছে মহিলাদের এই প্রকল্প

বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার।

author-image
Anusmita Bhattacharya
New Update
money3

নিজস্ব সংবাদদাতা: দেশের মহিলাদের স্বনির্ভর করার বিশেষ বার্তা দিতেই গত বছর কেন্দ্রীয় বাজেটে স্বল্প সঞ্চয় প্রকল্প আনার ঘোষণা করে মোদি সরকার। কিন্তু এতো চেষ্টা করেও মহিলারা আজ পর্যন্ত এই প্রকল্পে সেভাবে সাড়া দিল না। তার ফলে এই প্রকল্প কার্যত বন্ধ হওয়ার পথে। 

গত বছরের এপ্রিল মাসেই প্রথম চালু হয় মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মেয়াদ ২ বছর। ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। কিন্তু আগামী বছরের মার্চ মাসে ২ বছর মেয়াদ সম্পন্ন হওয়ার আগেই মহিলাদের মধ্যে কোনও সাড়া না পাওয়ায় প্রকল্প বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে।