'স্বৈরাচার চলবে না', পার্লামেন্টে আতঙ্কের মাঝে উঠল স্লোগান

আজ লোকসভায় দুজন লাফ দিয়ে উঠে পড়ায় আতঙ্ক ছড়ায়। তারই মাঝে উঠল স্লোগান।

author-image
Anusmita Bhattacharya
New Update
COVER BNG1

নিজস্ব সংবাদদাতা: আজ লোকসভায় অধিবেশন চলাকালীন দুজন ব্যক্তি ঝাঁপ দেয় দর্শকের আসন থেকে। মুলতুবি হয়ে যায় অধিবেশন। যাঁরা উপস্থিত ছিলেন সকলের চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে লেটেস্ট আপডেট অনুযায়ী জানা গেছে যে পার্লামেন্টে স্লোগান শোনা গেছে যে 'স্বৈরাচার চলবে না'। আজ থেকে ২২ বছর আগে সংসদে হামলা হয়েছিল। তাই বর্ষপূর্তির দিনেই হঠাৎ এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই পুরনো স্মৃতি নাড়া দিচ্ছে। উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এদিকে খালিস্তানিরা আগেই হুমকি দিয়েছিল যে আজ এক হামলা হবে সংসদে।

hiring.jpg