টানেল ধসে আটকে পড়া আট শ্রমিক জীবিত রয়েছেন! কী বলছেন চেয়ারম্যান

SLBC এর টানেল ধসের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন সংস্থার চেয়ারম্যান জয়প্রকাশ গৌর।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
chairman

নিজস্ব সংবাদদাতা:  শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানেলের (SLBC) টানেল  ধসে আট জন শ্রমিক আটকে রয়েছেন। এই প্রসঙ্গে  জয়প্রকাশ গৌর, প্রতিষ্ঠাতা, জেপি গ্রুপ (SLBC প্রকল্পের ঠিকাদারী সংস্থা), বলেছেন, "আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে আটজনকেই  মুক্ত করতে পারি। একই সাথে, প্রকল্পটি সম্পন্ন করতে হবে। এই কঠিন কাজেও এমন ঘটনা ঘটে। আমি আমার জীবনে এ পর্যন্ত ৬-৭টি দুর্ঘটনা দেখেছি। আমাদের এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে।"