উৎসবের মরশুমে আকাশ ছোঁয়া দাম! দৃষ্টি আকর্ষণ কংগ্রেস নেত্রীর

অগ্নিমূল্যের বাজারে কীভাবে হবে উৎসব পালন? বিজেপি সরকারকে তুলোধনা প্রিয়াঙ্কা গান্ধীর।

author-image
Pallabi Sanyal
New Update
onion 2.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দীপাবলির আর মাত্র ১ সপ্তাহ বাকি। এদিকে অগ্নিমূল্য পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী। জিনিসপত্রের দাম এভাবে বাড়তে থাকলে কীভাবে হবে উৎসব উদযাপন? সরকারকে জবাব দিতে হবে বলে সুর চড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী। সামনেই পাঁচ রাজ্যে নির্বাচন। তারপর লোকসভা নির্বাচন। তার আগে মূল্য বৃদ্ধি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে পোস্ট প্রিয়াঙ্কার।

Our family nurtured democracy of this country with their blood: Priyanka

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ''দীপাবলির এক সপ্তাহ বাকি, কিন্তু খাদ্যদ্রব্যের দামে ইতিমধ্যেই লাগছে ছ্যাকা। পেঁয়াজের দাম হঠাৎ করেই খুব দ্রুত হারে বাড়তে শুরু করেছে, অন্যদিকে ভারত দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ। গত বছর আমাদের কৃষক ভাইয়েরা ৩১ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করেছেন। সেগুলি কোথায়? জগৎশেঠের গুদামে? নাকি রক্ষণাবেক্ষণে অবহেলার কারণে সরকারি গুদামে পচন ধরেছে?অন্যদিকে, চিনি ছাড়াও অড়হর, উরদের ডালও নাগরিকের নাগালের বাইরে। মানুষ কি খাবে আর কি খাওয়াবে? কিভাবে উৎসব উদযাপন করবেন?সরকারকে জবাব দিতে হবে।''

 

 

hiring.jpg