বেশ কিছু দিন উত্তর প্রদেশের বাহরাইচ রেঞ্জের মাহসি তালুকার ২৫-৩০টি গ্রামে হামলা চালাচ্ছে নেকড়ে। পঞ্চম নেকড়ে ধরা পড়লেও, বাকি রয়েছে আরও একটি। মঙ্গলবার রাতে বাহারাইচেই মানুষখেকো এই জন্তুর হামলায় জখম হয়েছেন এক নাবালিকা।
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে নেকড়ে আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না। প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন উত্তর প্রদেশের বহরাইচের বাসিন্দারা। পঞ্চম নেকড়ে ধরা পড়লেও, বাকি রয়েছে আরও একটি। বুধবার সকাল পর্যন্ত ষষ্ঠ নেকড়ে অধরা। মঙ্গলবার রাতে বাহারাইচেই মানুষখেকো এই জন্তুর হামলায় জখম হয়েছেন এক নাবালিকা। বছর ১১-র ওই নাবালিকা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বিগত বেশ কিছু দিন উত্তর প্রদেশের বাহরাইচ রেঞ্জের মাহসি তালুকার ২৫-৩০টি গ্রামে হামলা চালাচ্ছে নেকড়ে।'অপারেশন ভেড়িয়া'-র অধীনে ইতিমধ্যেই পাঁচটি নেকড়ে খাঁচাবন্দি রয়েছে, তবে ষষ্ঠ নেকড়ে এখনও অধরা। সম্ভবত সেই নেকড়ের হামলায় মঙ্গলবার রাতে মাহসি তালুকায় জখম হয়েছে ওই নাবালিকা।