নিজস্ব সংবাদদাতাঃ শক্তি বাড়িয়ে গুজরাটের উপকূল অংশে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আর এর জেরে মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া বইছে। মুম্বইয়ের সমুদ্র সৈকত ফুঁসতে শুরু করেছে। মায়ানগরীর সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। এসবের মাঝে মুম্বইয়ের জনপ্রিয় জুহু বিচে জলোচ্ছ্বাসের মাঝে স্নান করতে গিয়ে ভেসে গেলেন ৬ জন। তাদের মধ্যে ২ জনকে উদ্ধার করা গিয়েছে। বাকি ৪ জনের খোঁজ চলছে।