নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, সোমবার রাতে গুজরাটের পোরবন্দরের কাছে ৪৮০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে ছয় পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ দিনে গুজরাট উপকূল থেকে এটি দ্বিতীয় বড় মাদকের ভাণ্ডার। গত ২৮ ফেব্রুয়ারি গুজরাট উপকূল থেকে ২ হাজার কোটি টাকা মূল্যের ৩ হাজার ৩০০ কেজি মাদক উদ্ধার করা হয়।
/anm-bengali/media/media_files/pJzAjzFQuIBYVn7hnm4L.jpg)
সূত্রে খবর, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) উপকূলের কাছে মাদকের উপস্থিতির তথ্য পেয়েছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাট অ্যান্টি টেররিজম স্কোয়াডের (এটিএস) কর্মকর্তারা সোমবার রাতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় পাকিস্তানি নাগরিকদের বাধা দেয়।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)