দফায় দফায় সংঘর্ষ, ৬ জনের মৃত্যু, ১১৬ জন গ্রেফতার

সম্প্রতি হরিয়ানার নুহ-এ জলভিষেক যাত্রার সময় সহিংসতার আগুন ছড়িয়ে পড়েছে একাধিক স্থানে। সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন। নুহের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।

author-image
SWETA MITRA
New Update
nuh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানায় (Haryana) দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে ঘিরে বাড়ছে উদ্বেগ। হরিয়ানার ডিজিপি পি কে আগরওয়াল জানিয়েছেন, ‘গতকাল থেকে নুহ শহরে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত ৪১টি এফআইআর দায়ের করা হয়েছে এবং ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের আদালতে হাজির করে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। জিজ্ঞাসাবাদে যাদের নাম উঠে আসবে তাদের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।‘ অন্যদিকে এখনও অবধি এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বজরং দলের বিক্ষোভের কারণে দিল্লি ও ফরিদাবাদ রুটে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল। তবে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। প্রকৃতপক্ষে, কিছু বিক্ষোভকারী টোলের উপরে বসেছিলেন। এর ফলে ফরিদাবাদ ও দিল্লি রুটের উভয় ক্যারেজওয়ে কিছু সময়ের জন্য বন্ধ ছিল।