এই মুহূর্তের বড় খবর, শহরের গেস্ট হাউস থেকে বন্দুক সহ গ্রেফতার ছয়
মুম্বইয়ের একটি গেস্ট হাউসে জঙ্গি দমন শাখার আধিকারিকরা অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে তিনটি বন্দুক উদ্ধার করেছে। জানা গিয়েছে, ধৃতরা সকলেই দিল্লির বাসিন্দা।
নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের জঙ্গি দমন শাখা শহরের বোরিভালি এলাকার একটি গেস্ট হাউসে অভিযান চালায়। সেখানে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতদের কাছ থেকে তিনটি বন্দুক এবং ২৯টি কার্তুজ উদ্ধার করে। ধৃতরা সকলেই দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে।
#WATCH | Maharashtra: The Anti-Terrorism Squad (ATS) Mumbai unit raided a guest house in the Borivali area of Mumbai, arrested 6 people and recovered 3 guns and 29 live cartridges from them. All the arrested people are residents of Delhi https://t.co/EkaoprhBmApic.twitter.com/ZNi0qpEd8Q