ধূমপান করছেন সীতা! ক্ষুব্ধ দেশের জনগণ, তারপর....

ধর্মীয় ভাবাঘাতে আঘাত করার অভিযোগে পুনে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও কয়েকজন পড়ুয়াকে গ্রেফতার করা হয়। একটি নাটকে সীতাকে ধূমপান করতে দেখানো হয় বলে অভিযোগ।

author-image
Tamalika Chakraborty
New Update
SEETA DIT.jpg

নিজস্ব সংবাদদাতা: নাটকের মঞ্চে রামায়ণকে অপমান। আঘাত করা হয়েছে ধর্মীয় ভাবাবেগে। শুক্রবার সন্ধ্যায় পুনে বিশ্ববিদ্যালয়ের মঞ্চস্থ করা হয় রামায়ন। সেখানে সীতাকে ধূমপান করতে দেখানো হয়। সেখানে দেখানো হয়, রাম সীতাকে ধূমপান করতে সাহায্য করছে। ঘটনায় পুনে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এবং কয়েকজন পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে।