নিজস্ব সংবাদদাতা : আসামের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার এক বড় পদক্ষেপ নিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এই বিষয়ে নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে তিনি বলেন, ''আসাম ও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এক পাকিস্তানি নাগরিকের ভূমিকা ঠিক কতটা, তা জানার জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠিত হয়েছে। এই বিশেষ তদন্ত দল (SIT) তাদের প্রাথমিক তদন্তে অনেকটাই অগ্রগতি করেছে।''
/anm-bengali/media/media_files/W5lmDPkTdV4pFxo1WNb4.jpg)
এই বিষয়ে, এই বিশেষ তদন্ত দল (SIT), শীঘ্রই বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।