''হজ যাত্রায় মৃত্যু হলে বলতে পারতেন ?'' মৃত্যু কুম্ভ মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিলেন সির্সা
তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কি ইসলামিক উৎসব গুলির ক্ষেত্রে এভাবে কথা বলতে পারতেন ? হজ যাত্রায় যেতে গিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়, তখন কি তিনি একথা বলতে পারবেন?
নিজস্ব সংবাদদাতা : মহাকুম্ভ ২০২৫ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মৃত্যু কুম্ভ' মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা মঞ্জিন্দর সিংহ সির্সা। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কি ইসলামিক উৎসব গুলির ক্ষেত্রে এভাবে কথা বলতে পারতেন ? হজ যাত্রায় যেতে গিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়, তখন কি তিনি একথা বলতে পারবেন? নিজের মন্তব্যের জন্য মমতার লজ্জিত হওয়া উচিত"
ফাইল চিত্র
এছাড়া তিনি বলেন, ''মমতা একটি পবিত্র স্থানের অবমাননা করেছেন। এর চেয়ে বড় লজ্জার আর কিছুই নেই।''
#WATCH | On West Bengal CM Mamata Banerjee's 'Mrityu Kumbh' remark for #MahaKumbh2025, BJP leader Manjinder Singh Sirsa says, "Mamata Banerjee has called Kumbh as 'Mrityu Kumbh'. Can she say this about an Islamic festival? Can she say this when people go to Haj, thousands of… pic.twitter.com/jSvlCx87T3