২৯ বছরে পা গায়ক অভিজিৎ ভট্টাচার্যর মুম্বাইয়ের বাড়ির পুজোর

কুমারটুলির অমিত পাল সাবেকিয়ানায় তৈরি করে গায়ক অভিজিৎ ভট্টাচার্যর মুম্বাইয়ের বাড়ির প্রতিমা। প্রতি বছর সঙ্গে থাকে ব্যাপক সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।অভিজিৎ নিজের হাতে নিয়মিত ঢাক বাজান।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhijitpuja

নিজস্ব সংবাদদাতা: এ বছর ২৯ বছরে পা দিতে চলেছে উত্তর মুম্বইয়ের প্রখ্যাত সঙ্গীতশিল্পী আভিজিৎ ভট্টাচার্যর বাড়ির পুজো। ধারে ও ভারে এই পুজো কোনো অংশে কম নয়। পুজোর সাতদিন অভিজিৎ শিল্পী বা তারকা নন, ঠিক যেন মায়ের এক সন্তান। গত বছর করোনা পরিস্থিতিতে পুজোর আড়ম্বর অনেক কম থাকলেও কলকাতা থেকে সস্ত্রীক প্রসেনজিৎ আসেন অতিথিরূপে অভিজিতের বাড়িতে। অভিজিতের পুজোর মূল আকর্ষণ হল খাওয়া-দাওয়া। কলকাতার দামি দোকান থেকে আসে দামি সন্দেশ সহ হরেক মিষ্টি। পাতে থাকে খিচুড়ি, লাবড়া, নানা রকম ভাজা, পায়েস, চাটনি। নৈশভোজে মাছ মাংস অবশ্যই রাখা হয়।

rectify impact.jpg