নিজস্ব সংবাদদাতা : গতকাল প্রায় মধ্যরাতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে দেখা করেন সিঙ্গাপুরের হাই কমিশনার সাইমন ওং। তিনি নিজেই একথা টুইট করে জানান। আজ নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,''আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গতকাল মধ্যরাতে সাক্ষাৎ করতে পেরে টিম সিঙ্গাপুর অত্যন্ত আনন্দিত। আসাম ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য সিঙ্গাপুর সর্বদা সহায়তা দিতে প্রস্তুত।" এই সাক্ষাৎ এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।