সিকিম দখলে নিল 'সিকিম ক্রান্তিকারি মোর্চা'- ১ টি মাত্র আসনে বিরোধী জয়, বাকি সব আসনে বাজিমাত সিকিম ক্রান্তিকারি মোর্চার!- ইতিহাস গড়া জয়

সিকিম দখলে নিল সিকিম ক্রান্তিকারি মোর্চা।

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এই রাজ্যে এবার ইতিহাস গড়ে ফেলল সিকিম ক্রান্তিকারি মোর্চা। ৩২ টি আসনের মধ্যে ১৭ টি আসনে জয় পেলে সরকার গঠন করা যাবে এই রাজ্যে। তবে সিকিম ক্রান্তিকারি মোর্চা ইতিমধ্যেই রাজ্যে ১৯ টি আসনে জয় পেয়ে সরকার গঠন নিশ্চিত করেছে। এছাড়াও বাকি ১২ টি আসনে এগিয়ে রয়েছে।

ফলে ৩২ টার ৩১ টি আসনেই বাজিমাত করতে চলেছে সিকিম ক্রান্তিকারি মোর্চা। শুধুমাত্র একটি আসনে জয় পেয়েছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট। তেনজিং নরবু ল্যামথা এই আসনটিতে জয় পেয়েছেন। তবে এখনও ভোট গণনা বাকি রয়েছে ফলে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট নিজেদের আসন সংখ্যা আর বাড়াতে পারে কিনা তাই এখন দেখার।

Add 1

 Sikkim Krantikari Morcha | Sikkim | SKM | SDF