নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন সুইজারল্যান্ড, বসন্তের আমেজে সাদা বরফের চাদরে ফের ঢাকলো সিকিম। পর্যটকদের ঝুলিতে ভরলো সিকিমের নৈসর্গিক সৌন্দর্য। বঙ্গ জুড়ে যখন চড়ছে তাপমাত্রার পারদ ঠিক তখনই তাপমাত্রা প্রায় মাইনাসে নেমেছে সিকিমে। সাদা বরফের চাদরে মোড়া চারপাশ। হোটেল, বাড়ি, গাছপালা থেকে গাড়ি বাদ নেই কিছুই।
/anm-bengali/media/post_attachments/dff1b147-f33.png)
উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী তুষারপাত শুরু হতে বদলে গিয়েছে ছবি। ইয়ুমথাং, লাচেন, লাচুং হয়ে উঠেছে বরফের দেশ। গত ৫ দিন ধরেই সিকিম জুড়ে শুরু হয়েছে তুষারপাত। ভারী তুষারপাতের কারণে নাথুলা, সোঙ্গো এবং ১৫ মাইলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে উত্তরের পাহাড়-সমতলের বিস্তীর্ণ এলাকা, উধাও হয়েছেন সূর্যমামা, কমেছে দৃশ্যমানতা, জাকিয়ে বসেছে শীত। সিকিম কেন্দ্রের আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, আবহাওয়া খারাপ থাকায় দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলায় ঘন কুয়াশার ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা ও উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
/anm-bengali/media/post_attachments/ff1dd89c-5ee.png)
তার সঙ্গে সিকিমে তুষারপাত চলবে। উত্তরে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ে তুষারপাত যা দেখতে ইতিমধ্যেই সিকিমমুখী অনেক পর্যটক। খুশিতে আত্মহারা ভ্রমণপিপাসু বাঙালি তো বটেই, তার পাশাপাশি দেশ ও বিদেশের পর্যটকরাও মজেছেন বরফের আস্তরণে। বসন্তের আমেজে সিকিমের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।