নিজস্ব সংবাদদাতাঃ উত্তর-পশ্চিম সিকিমের লোনাক হ্রদে লঙ্ঘনের কারণে বন্যার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। চুংথাং বাঁধের পতনের ফলে নিম্নধারার এলাকায় জলের স্তর হঠাৎ করে ১৫-২০ ফুট বেড়ে গিয়েছে। বহু মানুষ সেখানে আটকে পড়েছিল। সেসব লোকদেরকে রোপওয়ের সাহায্যে উদ্ধারের কাজও চলছে।
জানা গিয়েছে ইতিমধ্যে, মোট ৫৬ জনকে রোপওয়ের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাদের মধ্যে ৫২ জন পুরুষ এবং ৪ জন মহিলা রয়েছেন। এখনও অনেকে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। তাদের দ্রুত উদ্ধারের কাজও সম্পন্ন হবে খুব শীঘ্র।