নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ের পদত্যাগের দাবিতে এবার বড় সিদ্ধান্ত নিল বিজেপি এবং জেডিএস।
/anm-bengali/media/post_attachments/af47b5c4-ba3.png)
আগামীকাল তারা এই বিষয়ে বৈঠকে বসবেন।
/anm-bengali/media/media_files/erurATQO3hdT0lG0KrOM.jpg)
কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক এই বিষয়ে এবার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "আগামীকাল আমরা (বিজেপি এবং জেডিএস) সমস্ত বিধায়ক, এমএলসি এবং সাংসদদের সাথে গান্ধী মূর্তির সামনে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগের দাবিতে প্রতিবাদ করব।"