বাকি আর কিছুদিন, প্রস্তুত এবার শ্রীরামের অলঙ্কারও

সুরাটে রাম মন্দিরের থিমে তৈরি করা হল হীরার নেকলেস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2023-12-19 at 09.53.00.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দূরত্বের মাপকাঠি প্রায় কয়েকশো কিলোমিটার। তবুও অযোধ্যার রাম মন্দির দেশজুড়ে চলা হিন্দুত্বের সেরা প্রতীক বলে কথা। স্বাভাবিক ভাবেই তাকে সাজাতে ব্যস্ত গোটা দেশ।

গুজরাটের সুরাটে রাম মন্দিরের থিমে তৈরি করা হল হীরার নেকলেস। এই পুরো ডিজাইনে ৫ হাজার আমেরিকান ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। হীরার নেকলেসটি ২ কেজি পরিমাণের রূপো দিয়ে তৈরি। ৪০ জন কারিগর ৩৫ দিনে এই নকশাটি সম্পন্ন করেছেন।

এই হীরার গয়না তৈরির আসল কারিগর এদিন বলেন, “এটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আমরা রাম মন্দিরে উপহার দেব এটি”।

 

hiren