নিজস্ব সংবাদদাতাঃ হাথরাস পদপিষ্টের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের প্রধান পুরোহিত শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, "যে ব্যক্তি সেখানে 'সৎসঙ্গ' করতেন, তিনি সুরজ পাল বা ভোলে বাবা নামে বিখ্যাত। ২ জুলাই ঘটে যাওয়া ঘটনা দেখে ও শুনে সেখান থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান তিনি। এখন এতদিন পর তিনি তার আইনজীবীর মাধ্যমে সেই ঘটনায় শোকাহত। সব দায় ওঁর, ওঁর উচিত সরকারের সামনে গিয়ে পরিষ্কার করে এই কথা বলা, ওঁর অপরাধ স্বীকার করে নেওয়া, তদন্ত নিশ্চয়ই হয়েছে, তদন্তে দোষী সাব্যস্ত হয়েছে, তাই ওঁকে জেলে ঢোকানো উচিত, ওঁকে জেলে ঢোকানো হবে।"