নিজস্ব সংবাদদাতা: শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় মন্দিরের দ্বার উন্মোচন নিয়ে মুখ খুললেন।
তিনি বলেন, 'আজ সকাল ৬টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে শ্রী বদ্রীনাথ ধামের দরজা। মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় দেখা গেছে। দরজা খোলার সময়ে কিছুটা বৃষ্টি হলেও ভক্তের সংখ্যা কমেনি। আমাদের প্রথম অভিষেক পুজো প্রধানমন্ত্রী মোদীর নামে করা হয়েছে...ভক্তদের যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের প্রচেষ্টা'।