নিজস্ব সংবাদদাতাঃ আলাপ্পুঝার বিজেপি প্রার্থী শোভা সুরেন্দ্রন বলেন, "কেরলে কোনও পরিবর্তন বা উন্নয়ন হয়নি। মোদীজির গ্যারান্টির উপর মানুষের আস্থা রয়েছে। আমরা জনগণের সেবায় কাজ করতে প্রস্তুত। কেরলের পরিবেশ নিশ্চয়ই বদলাবে।"
প্রসঙ্গত, আজ কেরলের ত্রিশূরে ভোট দিলেন শোভা সুরেন্দ্রন।